আলোকিত সংবাদ ডেস্ক ::বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)’র ২০২৪-২৫ অর্থ বছরের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বিআরইউ কার্যালয়ে সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি নজরুল বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় যৌথ সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে পুরাতন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি মোহাম্মদ আলী খান জসীম, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ , সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মুশফিক সৌরভ, নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, প্রচার ও দপ্তর সম্পাদক জিয়াউল করিম মিনার, ক্রীড়া সম্পাদক বায়েজিদ মোল্লা পান্নু, নির্বাহী সদস্য তন্ময় তপু, মর্জিনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক অলিউল ইসলামসহ অনন্যরা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯০