• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান নির্মাণ !

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ
উজিরপুর মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান নির্মাণ !
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান নির্মাণ !

আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার সকাল ৯ টার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জনের একদল সন্ত্রাসী নিয়ে মসজিদ ময়দানের মাঠে দোকান ঘরে কাঠের কাঠামে নিয়ে দার করান।

এসময় স্থানীয়রা বাধা দিলে মোতালেব বাহিনী স্থানীয় লোকজনদেরকে তাড়িয়ে দিয়ে দোকান ঘরের কাঠামো দাঁড় করিয়ে রাখেন । সাংবাদিকরা মসজিদ ময়দানে দোকান ঘর নির্মাণের বিষয় প্রশ্ন করলে, তিনি বলেন হাটের মধ্যে তার এক শতাংশ জমি রয়েছে তাই ময়দান ফাঁকা পেয়েছি তাই ঘর তুলেছি এবং সে জমির মালিকানা দাবি করেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ডাকু বলেন, ইতিহাসের বর্বরোচিত ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে মোতালেব সিকদার। একটি কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে এ ধরনের কর্মকাণ্ড কোন সুস্থ মানুষ করতে পারে না।

স্থানীয়রা জানান, গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পর থেকেই গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার, মাদক ব্যবসায়ী, ইভটিজার, কিশোর গ্যাং তৈরী করে দিনদুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোহরা দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি করেন। তিনি আরও বলেন, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।কিন্তু এই সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে আসায় আমরা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারি না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এর বিচার আল্লাহ করবে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমি এই থানায় নতুন যোগদান করেছি। কিন্তু মসজিদের জমি দখলের ঘটনা জানা নেই। যদি এধরণের কোনো ঘটনা ঘটে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।