• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ণ
বরিশালে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক,বরিশাল ::: বরিশালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আউটার ষ্টেডিয়ামে বরিশাল বিভাগ অরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় গঠিত ২ দল বিভাগের বরিশাল জেলা উত্তর, দক্ষিন, মহানগর ও পটুয়াখালী নিয়ে লাল দল এবং পিরোজপুর, ভোলা, বরগুনা ও ঝালকাঠি নিয়ে সবুজ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সবুজ দল ১-০ গোলে লাল দলকে পারাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মাহনগ উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার, বরিশাল বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক আফরোজা খানম নাসীরন। শুরুতে খেলায় ৬টি দল অংশ নেয়।