• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ড্যাবের শীতবস্ত্র বিতরণ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০০:২১ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ড্যাবের শীতবস্ত্র বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও জেলা শাখার উদ্যোগে এই শীতবস্ত্র দেওয়া হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি লেকচার গ্যালারিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমানসহ জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ হিরু এবং সদস্য সচিব ডা. সাইদুল ইসলাম আবীর। অনুষ্ঠানে ৫ শতাধিক কর্মচারীর মাঝে শীতবস্ত্র দেওয়া হয়।