• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা; গ্রেফতার চালক-মালিকের রিমান্ড চাইবে পুলিশ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪, ২২:৪১ অপরাহ্ণ
টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা; গ্রেফতার চালক-মালিকের রিমান্ড চাইবে পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

রবিবার দুপুর সারে ১২ টায় হাসাড়া হাইওয়ে থানার আয়োজনে প্রেস ব্রিফিং করেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি ড.আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া।

এসময় তিনি বলেন, মর্মান্তিক এরকম দুর্ঘটনা যাতে আর না ঘটে এজন্য মালিক-চালকসহ আমাদের পুলিশেরও আরো সচেতন হতে হবে। যদি আমাদের পুলিশেরও কোনো অবহেলা থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিব।

তিনি আরো বলেন, এসব দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ইতিমধ্যে কিছু কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছি, আশা করি আমরা এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সক্ষম হব। গ্রেফতারকৃত মালিক ও চালককে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।