• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গালিগালাজের প্রতিবাদ, কোমর থেকে পিস্তল বের করে গুলি

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৪, ১৬:১৭ অপরাহ্ণ
গালিগালাজের প্রতিবাদ, কোমর থেকে পিস্তল বের করে গুলি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: রাজধানীর ভাটারায় বুড়িতলা বাজারে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢামেকে আহত রাকিবের ভাই রিপন জানান, তার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তাদের বাসা ভাটারার খিলবাড়ির টেক বুড়িতলা বাজার এলাকায়। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাত এক যুবক রাকিবকে অকথ্য ভাষায় গালাগাল করে। তখন তার ভাই প্রতিবাদ করতে গেলে কোমর থেকে পিস্তল বের করে বুকের ডান পাশে গুলি করে ওই ব্যক্তি। এতে তার ভাই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে এনে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, ভাটারা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন- তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।