• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিবের সঙ্গে খেলাফত মজলিসের নেতাদের সাক্ষাৎ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ১৭:৫৭ অপরাহ্ণ
বিএনপি মহাসচিবের সঙ্গে খেলাফত মজলিসের নেতাদের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। বিএনপিকে সেই অধিবেশনের আমন্ত্রণ জানিয়েছে খেলাফত মজলিস।

সাক্ষাতে খেলাফত মজলিস নেতাদের মধ্যে ছিলেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল ও নির্বাহী সদস্য আমিনুর রহমান ফিরোজ।