• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৯৯ মামলা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৭:৩২ অপরাহ্ণ
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৯৯ মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ১ হাজার ৭৯৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫২টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করেছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।