• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে বিসিসি’র ইজারাকৃত বাজার রাতের আঁধারে ভাংচুর করলো বিএনপির নেতারা !

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১৭:৩৫ অপরাহ্ণ
নগরীতে বিসিসি’র ইজারাকৃত বাজার রাতের আঁধারে ভাংচুর করলো বিএনপির নেতারা !
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::: নগরীতে বরিশাল সিটি করপোরেশনের ইজারাকৃত পোর্টরোড বাজার রাতের আঁধারে বিএনপির নেতা পরিচয় জহির ও কামাল সিকদারের নেতৃত্বে ভাংচুর ও উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে বরিশাল সিটি করপোরেশনের ইজারাকৃত পোর্টরোড বাজার ভাংচুর করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত পোর্টরোড ইলিশ ভবন সংলগ্ন মাছ বাজারের নির্মানাধীণ অবকাঠামো ভাংচুর করে কয়েকজন শ্রমিক।

তাদের কাছে জিজ্ঞেস করলে বলেন, কামাল সিকদার ও জহির সিকদারের নেতৃত্বে পোর্টরোড মাছ বাজার ভাংচুর করা হয়েছে।

বারেক নামে এক বৃদ্ধ বলেন, পোর্ট রোড মূল সড়কের বাজারটি ভিতরে বসানোর জন্য মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই কাজ করছেন।

স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, আমি এখানে ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আমাদের মালিক সমিতির উদ্যোগে সদস্যদের অর্থায়নে মাছ বাজার ভাংচুর করে নির্মাণ কাজ করার জন্য প্রস্তুতি চলছে।

সুমন নামে এক যুবক বলেন, গত ৫ আগষ্ট সৈরাচার সরকার পতন হয়েছে কিন্তু সৈরাচার পতন হয়নি, কামাল সিকদার ও জহির সিকদার বিএনপির নেতা পরিচয় দিয়ে রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের নাম ব্যবহার করে বিএনপির সুনাম ক্ষুন্ন করতে পোর্ট রোড বাজারে সাইনবোর্ড টানিয়ে ছিলো। এনিয়ে বরিশাল- জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা খোপ প্রকাশ ও প্রতিবাদ করেছে। তার পরে-ও কামাল সিকদার ও জহির সিকদার বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও বিতর্ক করার জন্য লেগে রয়েছে।

কিছুক্ষণ পড়ে সরেজমিনে উপস্থিত হয় কামাল সিকদার তিনি বিএনপির নেতা পরিচয় দিয়ে বলেন, আমি বরিশাল মৎস্য মালিক সমিতির সদস্য সচিব এবং স্থানীয় আড়তদার, এখানে ৪টি সমিতি রয়েছে, বরিশাল জেলা মৎস পাইকারি ব্যবসায়ী সমিতি, মৎস্য শ্রমিক ইউনিয়ন, বরফকল মালিক সমিতিসহ চারটি সমিতি। এখানে যে জমি রয়েছে তা মালিক সমিতির এবং মালিক সমিতির অর্থায়নে পোর্টরোড বাজার নির্মান করা হয়েছিলো।

বিগত দিনে মূল সড়কের উপর বাজারটা ছিলো এরজন্য রাস্তায় যানজট সৃষ্টি হয়। মালিকানা জমি দাবি করে ঐই জমিতে বাজার বসাবার জন্য বিসিসি’র ইজারাকৃত বাজার রাতের আঁধারে ভাংচুর করা হয়েছে, পূর্ণরায় এখানে বাজার বসানো হবে।

তিনি আরও বলেন, বিসিসি’র সাবেক মেয়র মরহুম শওকত হোসেন হিরনের আমলে মাছ বাজার সিটি করপোরেশনের আওতায় নিয়ে ইজারা দিয়েছে,কিন্তু এই জমির মালিক এখানের মালিক সমিতি। তারা বেআইনী ভাবে বাজার ইজারা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল নদী বন্দর উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বলেন,পোর্টরোড বাজার আমাদের জমিতে, ইজারা দেওয়া হয়েছে আর কিছু অংশ বিসিসি’র ইজারা দিয়েছে। এদের মধ্যে ২০৪ টি স্থাপনা বিআইডব্লিউটিএ’র জমিতে অবৈধ ভাবে দখল করে দোকান ও পাকা ভবন নির্মাণ করেছে।২০৪ টি মধ্যে পোর্টরোড রয়েছে বরিশাল জেলা মৎস পাইকারি ব্যবসায়ী সমিতি, মৎস্য শ্রমিক ইউনিয়ন, বরফকল মালিক সমিতি,ইলিশ ভবন, নিরব হোসেন টুটুলের একটি ভবন নির্মাণ করে দখল করেছেন। তিনি আরও বলেন, এদের উচ্ছেদ করার জন্য মন্ত্রণালয় অবৈধ দখল দারিদের লিস্ট দেওয়া হয়েছে। তাদের উচ্ছেদ করার জন্য মন্ত্রণালয়ের থেকে অনুমতি দিলেই অভিযান পরিচালনা করা হবে।

এবিষয় বরিশাল সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তা আঃ রাজ্জাক বারী বলেন, বিষয়টি শুনে ঘটনা স্থানে লোকজন পাঠানো হয়েছে এবং সরেজমিনে দেখা গেছে বিসিসি’র ইজারাকৃত বাজারটি ভাংচুর করা হয়েছে। কিন্তু যারা বিসিসি’র ইজারা দেওয়া বাজার ভাংচুর চালিয়েছে তাদের কাউকে পাওয়া যায় নি। বিসিসি’র পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুতি চলছে।

মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার (জিয়া) তার মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। তবে অভিযুক্ত বিএনপির নেতা কামাল সিকদারের বক্তব্যসহ একটি ভিডিও ক্লিপ তার হোয়াটসঅ্যাপে ও সেন্টারের এক সিনিয়র নেতার কাছে পাঠানো হয়েছে।