• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১৬:৪৬ অপরাহ্ণ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক : বরগুনায় বেতাগী উপজেলায় পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বেতাগী থানায় সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।

এর আগে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় প্রধান অভিযুক্ত হাসান সিকদারসহ সাত জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর বাবা। এ মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

তিনি আরও বলেন, “অভিযুক্ত হাসানকে আজ বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে অন্যান্য আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।”