• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও সড়ক দুর্ঘটনা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ২০:৫০ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আবারও সড়ক দুর্ঘটনা
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করে দূরপাল্লার অনেক বাস-ট্রাক। তাদের নিয়মশৃঙ্খলা-আইন মানার কোনো বালাই নেই। এর ফলাফলস্বরূপ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মাইশা ফউজিয়া মিম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

স্থানীয় মানুষের ভাষ্যমতে, ওই স্থানে গত পাঁচ দিনে ছয়টি দুর্ঘটনা ঘটে, এর মধ্যে তিনজন নিহত হন। সর্বশেষ, বাউফল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউনুস বিশ্বাস দুর্ঘটনায় নিহত হন। বিশ্ববিদ্যালয়ের সামনে যে গতিরোধক আছে, তার বেহাল অবস্থা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল স্থানে গাড়ির গতি এমন হওয়া উচিত, যেন চালক সহজেই ব্রেক করতে পারেন। আর কত প্রাণ ঝরে গেলে আমরা একটা নিরাপদ সড়ক পাব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ভোলা রোডে গতিরোধক সংস্কার ও সতর্কতামূলক সাইনবোর্ডের ব্যবস্থা করুন।

আমরা আর দুর্ঘটনার সাক্ষী হতে চাই না। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে লাশ হয়ে বাড়ি ফিরবে এ জন্য কেউ উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে আসেননি। এ সমস্যার একটি স্থায়ী সমাধান চাই।

জাফরিন সুলতানা

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়