• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষকের বহিষ্কারের পক্ষে বিপক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১৯:১২ অপরাহ্ণ
বরিশালে শিক্ষকের বহিষ্কারের পক্ষে বিপক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বেসরকারি ইউনিভার্সিটি গ্লোবাল ভিলেজের এলএলবি শিক্ষক রসিদ নাহিয়ানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলে এই সংঘর্ষ। একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামীলীগপন্থী শিক্ষক রসিদ নাহিয়ানের পদত্যাগের পদত্যাগের দাবী জানালেও কোনো পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠান।

প্রায় দুমাস যাবত তারা রসিদ নাহিয়ানের পদত্যাগের দাবী জানালেও ইউনিভার্সিটি অফ গেøাবাল ভিলেজের রেজিস্ট্রার এ.কে.এম এনায়েত হোসেনের নিজস্ব লোক হওয়ায় তার পক্ষ নিয়ে আমাদের উপর পরিকল্পিত হামলা করান তিনি।

এছাড়াও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে যোগদান করতে হলে সিজিপিএ ৩.৫০ পয়েন্ট দরকার।

অথচ তার সিজিপিএ পয়েন্ট ২.৯৫ থাকার পরেও আওয়ামীলীগ আমলে প্রভাবশালী এক নেতার সুপারিশে নিয়োগ পায় তিনি। এসকল বিষয়ে ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ.কে.এম এনায়েত হোসেন বলেন, ছাত্রদের আন্দোলোনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তাছাড়া সিজিপিএ ৩.৫০ পয়েন্ট পাওয়া শিক্ষকের সংকট রয়েছে তাই তাকে নেয়া।