• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৪, ১৮:১৪ অপরাহ্ণ
বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগান বাস্তবায়নে রোববার নগরীর কাশিপুর গার্লস স্কুলে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান।

নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পুলিশের টিআই মো: রফিকুল ইসলাম, বিএমপি ট্রাফিক ইন্সপেক্টর আমুন-আল-আমিন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, কাশিপুর গালস স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান জুয়েল, বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহাসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক বিনির্মানে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক আইনের বাস্তবায়ন জরুরি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।