কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুর থানা শাখা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকেলে মৎস্য বন্দর আলীপুর আনুষ্ঠানিকভাবে দলটির থানা শাখার অফিস উদ্বোধন করা হয়।
মহিপুর থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব বনি আমিন সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিপুর থানা গণধিকার পরিষদ সদস্য সচিব মোয়াজ্জেম মুসল্লী।
প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও নারী অধিকার পরিষদের সমন্বয়ক মিসেস ফাতেমা তাসনীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার। পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ লিটু এবং সদস্যসচিব শাহ আলম শিকদার প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর থানা গণধিকার পরিষদের আহ্বায়ক খলিলুর রহমান মোল্লা, মহিপুর থানা যুব অধিকার পরিষদের সদস্যসচিব মো. দুলাল ফকির। এছাড়াও মহিপুর থানার আওতাধীন শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন সময় আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে প্রকাশ্যে জেলা বা থানা পর্যায়ে কোনো কর্মসূচি পালন করতে পারি নি। ২০১৮ সাল থেকে প্রত্যন্ত জায়গায় বসে আমাদের দলীয় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। মহিপুর থানায় এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে একটি আয়োজন আমরা করতে পেরেছি। যার অন্যতম কারণ হাসিনা সরকারের পতন। এখন থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সবসময় সাধারণত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবে। আগামীর বাংলাদেশ বিনির্মানে নুরুল হক নূরের বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে একদিন এই দলকে সরকার ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান জানান।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৫