• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারের নাম পরিবর্তন করায়-জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৪, ২২:২৮ অপরাহ্ণ
বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারের নাম পরিবর্তন করায়-জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ, ডেস্ক: বরিশাল পোর্ট রোড মৎস্য মার্কেটের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে শহীদ জিয়া মৎস্য পাইকারি অবতরন কেন্দ্র লেখা সাইনবোর্ড টানানো নিয়ে বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) বিকেলে শহীদ জিয়া মৎস্য অবতরন কেন্দ্র নামের সাইনবোর্ড টানানোর অভিযোগ উঠে ওই বাজারের মাছের আড়তদার জহির সিকদার ও কামাল সিকদারের বিরুদ্ধে।

এ বিষয়ে জহির সিকদার বলেন, ১৯৯৫ সালের শহীদ জিয়া পাইকারী মৎস্য কেন্দ্র নামে জমি কেনা হয়। এ নামের পড়চাও রয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শওকত হোসেন হিরন বাজারের নাম পরিবর্তন করে রসুলপুর মার্কেট নাম দেয়। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি মেয়র হয়ে আবারও বাজারের নাম পরিবর্তন করেন। তার ঘনিষ্ট জন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বাজারের নাম দেন বরিশাল জেলা মৎস্য অবতরন কেন্দ্র।

তিনি আরও বলেন, বাজারে সকল আড়তদার নিয়ে একটি সংগঠন রয়েছে। বরিশাল সদর মৎস্য আড়তদার এসোসিয়েশন নামে ওই সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কাগজপত্র অনুযায়ী শহীদ জিয়া পাইকারী মৎস্য কেন্দ্রের সাইনবোড টানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আড়তদাররা বলেন, জহির সিকদার,কামাল সিকদার, বিগত দিনে আওয়ামী লীগের সাবেক মেয়র শওকত হোসেন হিরন, মহানগর আ লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সাথে রাজনীতি করে নিজেকে আ’ লীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেন।

কিন্তু গত (৫ আগষ্ট) স্বৈরাচার সরকার পতনের পড়ে জহির সিকদার ও কামাল সিকদার নিজেদের বিএনপির নেতার পরিচয় দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড টানিয়ে নিজেকে বিএনপির নেতা দাবি করে আসছেন।

এঘটনায় বরিশালের স্থানীয় প্রিন্ট মিডিয়ায় ও জাতীয় পত্রিকায়সহ অনলাইনে সংবাদ প্রকাশ হলে, বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে গত (১৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত কয়েকদিন পূর্বে বরিশাল পোর্ট রোড মৎস্য মার্কেটের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে “শহীদ জিয়া মৎস্য পাইকারী অবতরন কেন্দ্র”র সাইনবোর্ড টানানো হয়েছে বরিশাল জেলা বি.এন.পি.’র পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি যারা স্বৈরাচারী হাসিনার দোসর ছিল তাদের অনুসারীরাই সাইনবোর্ড পরিবর্তনের হোতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ব্যবহার করে যারা সাধারন ব্যবসায়ীদের উপর জুলুম ও নির্যাতন করে অর্থ আদায় সহ বিভিন্ন অপকর্ম করছে তাদের সাথে বরিশাল জেলা বি.এন.পি’র কোন সম্পর্ক নাই। আমরা জেলা বি.এন.পি.’র পক্ষ থেকে এই ঘৃন্য অর্থলোভী কুচক্রি মহলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানাচ্ছি।

এই প্রজ্ঞাপন জারি করেন জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান ও জেলা সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন।