নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি বিএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির ভাষণে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দায়িত্ব-কর্তব্য, ধর্মীয় মূল্যবোধ, আত্মশুদ্ধি, করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য রাখেন। বরিশাল মহানগর ও রেঞ্জের সব পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশেষ কল্যাণ সভায় দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও কার্যক্ষেত্রে সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন স্বরাষ্ট্র সচিব।
সভায় দেশমাতৃকার জন্য ‘৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন বা আহত হয়েছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।

স্বরাষ্ট্র সচিব বিএমপি পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
এ বিশেষ কল্যাণ সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল বিভাগের সকল পুলিশ ইউনিটের ইউনিট প্রধানসহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০১