নিজস্ব প্রতিবেদক,বরিশাল:: বরিশালে আভাস এর আয়োজনে গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৯মে) সকাল ১০ টার সময় নগরীর আমিরকুটি আভাস প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
বরিশালে আভাস এর আয়োজনে অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় Ensuring domestic workers rights in barisal city Corporation under EWCSA প্রকল্পের আওতায় বরিশাল সিটি করপোরেশনের ৫,৬,৭,১০,১১ ও১৫ নং ওয়ার্ড এর গৃহকর্মীদের অধিকার ও সুরক্ষা নিস্চিত করনের লক্ষে গৃহকর্মী নারীদের দ্বারা সংগঠিত অপরাজিত উন্নয়ন সংস্থা দ্বিতীয় ষাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং নেতৃত্বের গুণাবলী ও কর্ম ক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণে নারী ও পুরুষ ৬২ জনকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়।

গৃহকর্মী নারীরা বলেন, সবসময় অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করি, তারা নিজেরা কোনো সরকারী ছুটিও পায়না। বিভিন্ন বাসায় কাজ করতে গেলে প্রভাবশালী বাড়ির মালিকের রোষানলয়ে পড়তে হয়। আমরা এদের বিরুদ্ধে কখনো প্রতিবাদ করতে পারি না। তিনি আরও বলেন, বাংলাদেশে গৃহকর্মীদের কোনো সংগঠন বা শ্রমিক ইউনিয়ন নেই বা তাদের কোনো শ্রমিক হিসাবে পরিচিতি দেয়নি সরকার।
রেখা আক্তার বলেন, বাংলাদেশে শ্রম আইনে বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারী আওতাধীন রয়েছে। কিন্তু গৃহকর্মীরা শ্রম আইনে নিবন্ধিত নয়। তারা বিভিন্ন বাসার কাজে ভুল ত্রুটি হলে চাকুরীচ্যুত করে দেওয়া হয়। গৃহকর্মীরা রাড়ি ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আভাস এর আয়োজনে আমরা গৃহকর্মীরা সরকারের কাছে আবেদন করি যে গৃহকর্মীদের শ্রমিক হিসাবে নিবন্ধিত করে সরকারী আওতায় আনা হোক।

এসময় সভায় উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল,( ফরিদপুর) রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জহিরুল ইসলাম, কোতয়ালী মডেল থানার নারী ও শিশু ডেক্সের কর্মরত এএসআই রুমা পারভিন। আরো উপস্থিত ছিলেন অক্সফামের প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা, লিডারশীপ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন সাদিয়া করিমুন। এছাড়া আভাস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন EWCSA প্রকল্পের সকল স্টাফ ও সাংবাদিকবৃন্দ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৫৪