• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ভাড়া করে ছিনতাই, গ্রেপ্তার ৩

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ১৭, ২০২৫, ২৩:৪৮ অপরাহ্ণ
বরিশালে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ভাড়া করে ছিনতাই, গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগির হোসেন। তিনি বলেন, ছয় মাস আগে বরিশাল নগর পুলিশের বন্দর থানা এলাকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি অটোরিকশা ভাড়া করে প্রেমিক-প্রেমিকা।

এরপর অটোরিকশা চালককে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়। পরে প্রেমিক-প্রেমিকার বেশে থাকা ছিনতাইকারীসহ বেশ কয়েকজন অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্তদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।