• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করায় (ডিবি) পুলিশকে কমিশনার অর্থ পুরস্কার!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৪:৪৩ অপরাহ্ণ
বরিশালে পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করায় (ডিবি) পুলিশকে কমিশনার অর্থ পুরস্কার!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে (১২) ঘন্টার মধ্যে গ্রেপ্তার করায় পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নগদ অর্থ পুরস্কার দিলেন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ছগির হোসেন,এসআই জাহিদ হাসান ও এস আই মোঃ মেহেদী হাসানসহ সংগীয় ফোর্সকে।

প্রশংসায় ভাসছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

আজ শুক্রবার (১৬ মে) দুপুরে বিএমপি পুলিশ হেডকোয়ার্টারে নগদ অর্থ ডিবি পুলিশের হাতে তুলে দেন পুলিশ কমিশনার।

উল্লেখ্য গত বুধবার (১৪ মে) দুপুর আনুমানিক ১ টার দিকে নগরীর আমতলার মোড় এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসী একাধিক মামলার আসামি,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সুজনের অনুসারী,খালেদ খান রবিনকে বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মী ও জনগন মিলে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

এসময় কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এটিএসআই মাহাবুবসহ পুলিশ সদস্যরা রবিনকে তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রবিন সেখান থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বরিশাল মেট্রোপলিটন (ডিবি) গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ ছগির হোসেনের নেতৃত্বে এসআই জাহিদ হাসান ও এস আই মোঃ মেহেদী হাসানসহ সংগীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেন।

মেট্রোপলিটন গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মোঃ ছগির হোসেন বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার দিকনির্দেশনায় এসআই জাহিদ হাসান ও এস আই মোঃ মেহেদী হাসানসহ সংগীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রবিনকে গ্রেপ্তার করে।

ঘটনাটিকে একটি সফল গোয়েন্দা অভিযানের উদাহরণ হিসেবে দেখছে পুলিশ প্রশাসন। কমিশনার শফিকুল ইসলাম ডিবির টিমের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযানে আরও সফলতা কামনা করেন।