নিজস্ব প্রতিবেদক ::: সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান গত ৬ মে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগামী নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে নতুন দলের প্রতীক হাতপাখা নিয়ে নির্বাচন করবেন সে কথাও শোনা যাচ্ছে। এমন অবস্থায় দল পাল্টানোর এক সপ্তাহ পর তাকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ মে) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য-অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত ৬ মে (মঙ্গলবার) পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান চরমোনাই দরবারে বসে দলের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।
মোস্তাফিজুর রহমান পটুয়াখালী-৪ আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। বর্তমান কমিটিতে সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন।
বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া অধ্যাপক মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭৯