নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে মাছ ধরার ৬টি নৌকাসহ অপহ্নত ২৯ মাঝিমাল্লাকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তাদের ফেরত আনা হয়।
এর আগে গত ১১ ও ২০ ফেব্রুয়ারি পৃথকভাবে টেকনাফের নাফ নদের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ১৫ জন বাংলাদেশি ও ১৪ রোহিঙ্গাকে অপহরণ করে। এ ঘটনায় আরাকান আর্মি বিজিবির আলোচনার পর তাদের ফেরত দিতে সম্ভব হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির আন্তরিকতা ও মধ্যস্থতায় তাদের ফেরত আনা হয়েছে।
টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ ঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, জেলেদের ফেরত আনায় আমরা খুশি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮১