নিজস্ব প্রতিবেদক ::: ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারাদেশে প্রথমস্থান অর্জন করেছেন বরিশালের বাবুগঞ্জের সন্তান হালিমাতুস সাদিয়া।
গত রবিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সাদিয়া বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের শাহে আলম আকনের মেয়ে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। শিক্ষা জীবনে সাদিয়া বরিশাল সদর গার্লস স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক এবং বরিশাল সরকারি মহিলা কলেজে থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। সাদিয়ার দেশসেরা হওয়ার খবরে বাবুগঞ্জ উপজেলায় আনন্দ ও উল্লাস চলছে।
সহকারী জজ পরীক্ষায় প্রথমস্থান অর্জনকারী হালিমাতুস সাদিয়া বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ বাবুগঞ্জের উপজেলার সর্বস্তরের মানুষের। সবচেয়ে আনন্দের বিষয়, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি।
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া দোয়া চেয়েছেন সাদিয়া।
হালিমাতুস সাদিয়া বড় ভাই মো. নাঈম হোসেন মালয়েশিয়ার লিস্কন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের শিক্ষার্থী।
হালিমাতুস সাদিয়ার বাবা শাহে আলম আকন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এ অর্জন আমাদের না, এ অর্জন বাবুগঞ্জসহ বরিশালবাসীর। সাদিয়ার এ অর্জনের পেছনে আত্মীয়স্বজন সহযোগিতা রয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০১