• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘন : একদিনে ডিএমপির ১৯৫১ মামলা

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ণ
ট্রাফিক আইন লঙ্ঘন : একদিনে ডিএমপির ১৯৫১ মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৯৫১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৫১টি মামলা করা হয়েছে।

এছাড়াও অভিযানে ২৩৫টি গাড়ি ডাম্পিংয়ের পাশাপাশি ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।