নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পবিত্র শব-ই-বরাত, বসন্ত বরণ ও ভ্যালেনটাইন্স ডে” উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এক গণবিজ্ঞপ্তি জারী করেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএমপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেন।
১৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. “পবিত্র শব-ই-বরাত, বসন্ত বরণ ও ভ্যালেনটাইন্স ডে” শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ত্রিশ গোডাউন এলাকা, বেলস্ পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক, এডামস্ পার্ক, চরবাড়িয়া পাকার মাথা (নদীর পাড়)সহ ।
বরিশাল মেট্রোপলিটন এলাকাধীন অন্য কোথাও উন্মুক্ত স্থান/রাস্তায় জনশৃঙ্খলা বিঘ্নকারী, আইন পরিপন্থি, গণউপদ্রব সৃষ্টিকারী এবং অসামাজিক ও অশ্লীল কর্মকান্ড না করার জন্য বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ২৯, ৩০, ৩১, ৩৪ ও ৩৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৬