নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশালে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে বরিশালের ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতা’। তারা বিভিন্ন পয়েন্টে ন্যায্যমূল্যের দোকান বসিয়ে, পটল, লাউ, চিচিঙ্গা, কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি করছে। এ উদ্যোগের প্রভাবে বাজারে সবজির দাম রাতারাতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। ৮০ টাকার লাউ এখন ৪৫/৫০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা ও পটলও কমে ৩৫/৪০ টাকায় এসেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বরিশালের আমতলা মোড়ের মডেল মসজিদের সামনে এই ন্যায্যমূল্যের দোকানে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ক্রেতারা জানান, আগে যেখানে সবজি কিনতে তাদের সিন্ডিকেটের মুখোমুখি হতে হতো, সেখানে এখন ছাত্রদের এই উদ্যোগে তাদের মুক্তি মিলছে। একজন ক্রেতা জানালেন, বাংলা বাজারেও সবজির দাম কিছুটা কমেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনামুল হক সজিব বলেন, গত এক সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন পয়েন্টে ন্যায্যমূল্যের বাজার পরিচালনা করছি। আমরা আগামী সপ্তাহ থেকে ইলিশ ৫০০ টাকায় এবং গরুর মাংস ৬০০-৬৮০ টাকায় বিক্রি করার পরিকল্পনা করছি।
জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর জানান, ছাত্রদের এই উদ্যোগের সাথে দলমত নির্বিশেষে সবাই সম্পৃক্ত হতে পারলে তা আরও কার্যকর হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সুজয় শুভ জানান, ছাত্রদের এই উদ্যোগে সাধারণ জনগণ ও ছাত্র সংগঠনগুলো একত্রিত হলে সিন্ডিকেট ভাঙ্গা আরও সহজ হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ২১২