• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খিলক্ষেতে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেফতার

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ২৩:৩৯ অপরাহ্ণ
খিলক্ষেতে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

খিলক্ষেতের লেকসিটি এলাকা থেকে গুলিসহ দুইটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি, মিডিয়া) জাহাঙ্গীর কবির এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সেনাবাহিনীর সহায়তায় খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির খিলক্ষেত থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলি, ১টি সিগনাল লাইট, ১টি ওয়াকিটকি, ২টি আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৯টি মুঠোফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ হাজার ৩০০ মিলি বিদেশি মদ, ৩ হাজার ৯৫ মিলি বিয়ার ও নগদ ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

এসব জব্দকৃত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল অবৈধ কাজে ব্যবহারের জন্য ও মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত নাফিজের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরো চারটি মামলা রয়েছে। এছাড়া সুজন মিয়ার নামে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রুজু হয়েছে।