• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্ত্রীর যৌতুক মামলায়, স্বামী শ্বশড়ী জেল হাজতে !

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ২২:২৪ অপরাহ্ণ
বরিশালে স্ত্রীর যৌতুক মামলায়, স্বামী শ্বশড়ী জেল হাজতে !
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে নগরীতে স্ত্রী’র করা যৌতুক মামলায়,স্বামী শ্বাশড়িকে আটক করেছে কোতয়ালী থানার পুলিশ!

শনিবার (১৪ জুন) দুপুরে কোতয়ালী থানার পুলিশ আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেন।

মামলা সূত্রে জানা যায়, নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুরের বাসিন্দা মোঃ বাবুল হাওলাদারের মেয়ে খাদিজা আক্তার লাবণ্য ও নলছিটি উপজেলার হদুয়া গ্রামের বাসিন্দা মৃত সোহরাব হাওলাদারের ছেলে আমিনুল ইসলামের সাথে পারিবারিক ভাবে ২০১৯ সালে বিবাহ হয়।

খাদিজা আক্তার লাবণ্য জানান, পারিবারিকভাবে বিবাহ করার পরে আমাদের সংসারে একটা মেয়ে আছে এবং সুখের সংসার ভালোই চলছিলো। বিগত দিনে স্বামী’র স্ত্রীর সুখের জন্য চার শতাংশ জমি কিনে দেওয়া হয়েছে এবং আমাদের টাকায় তাকে বিদেশে পাঠানো হয়েছে। বিদেশ থেকে এসে আমার পরিবারের লোকজনের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। স্বামী,শ্বাশুড়ির ও দেবরের পাঁচ লাখ দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলেই শারীরিকভাবে মারধর করা শুরু করেন।

তাদের অত্যার সইতে না পেরে গত ১/৬ /২০২৫ তারিখে মোকাম বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।