• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাই বাজারের জন্য দান করা জমির ব্যবসায়ীদের উচ্ছেদ ও মামলা দিয়ে হয়রানি

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ২১:৫৯ অপরাহ্ণ
চরমোনাই বাজারের জন্য দান করা জমির ব্যবসায়ীদের উচ্ছেদ ও মামলা দিয়ে হয়রানি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::: চরমোনাই ইউনিয়নে মিরা বাড়ীর নামে বাজারের জন্য দান করা জমির ব্যবসায়ীদের অবৈধভাবে উচ্ছেদ ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করে ব্যবসায়ীরা।

গত শুক্রবার (১৩ জুন) বিকালে চরমোনাই ইউনিয়ন শালুকা মিরাবাড়ী বাজারে ‘এ’ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শালুকা বাজারের ব্যবসায়ী হাফেজ শাহ আলম বলেন, চরমোনাই ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের অবস্থিত দারুস সুন্নাত রশিদিয়া দাখিল মাদ্রাসার সামনে শালুকা বাজার ছিলো। ২০০০ সালে সৈয়দ মিরা বাড়ীর পরিবারের লোকজন স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের বাড়ীর সামনে বাজার বসানোর জন্য অনুরোধ করেন।

পরবর্তীতে ১২/৫/২০০০ সালে সৈয়দ পরিবারের লোকজন স্থানীয় ব্যবসায়ীদের সাথে সমঝোতার টেবিলে গন সাক্ষর করে (শালুকা মিরা বাড়ীর হাট) নামকরণ করে জমি দান করেন। প্রায় ২৫ বছর ধরে

বর্তমানে স্থানীয়দের উদ্যোগে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। এতে বিচ্ছিন্ন গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে এবং জমির দাম বৃদ্ধি পেয়েছে ।

এই লোভ সামলাতে না পেরে মেহেদী হাসান নামে এক যুবক ওই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি ২০০০ সালে শালুকা বাজারের স্থান ও নাম পরিবর্তন করে এবং ব্যবসায়ীদের জমি দান করে মিরা বাড়ীর হাট নামকরণ করেন। তাদের যখন পরিচিত অর্জন করা হয়ে গেছে এখন ব্যবসায়ীদের পেটে লাত্থি মারার চেষ্টা করছে।

কিছুদিন আগে মেহেদী হাসান চৌধুরী নামে এক যুবক বাজারের জমি দখল করার চেষ্টা করলে ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তাদের ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।