নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার একদিন আগেই ঈদ-উল-আযহা উদযাপন করেছে। শুক্রবার (৬ জুন) সকাল থেকেই ঈদের নামাজ ও কোরবানির মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।
সরকারি ঘোষণা অনুযায়ী দেশে ঈদ-উল-আযহা পালিত হবে শনিবার (৭ জুন)। তবে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাগিরিয়া শাহ্ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি সময় অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করেছেন।
বরিশাল বিভাগের অন্তত ১০টি উপজেলায় প্রায় ৭৫টি মসজিদে এই অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছেন। বিভাগের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠী হাজীবাড়ি এলাকায়। সকাল ৮টায় ঈদের নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং পশু কোরবানির মাধ্যমে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করেন।
এছাড়া বরিশাল নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া, সদর উপজেলার সাহেবের হাট, বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশা ইউনিয়নের ছয়টি গ্রাম, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলা এবং চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চন্দনাইশ দরবার শরীফের অনুসারীরা দীর্ঘদিন ধরে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা ও মক্কার সময় অনুযায়ী ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০০