নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) নগরীর ধানগবেষনা রোডে জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল মহানগরের ২৪ নং ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল, ২৪ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শাহেদ গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ইসলাম খান, কুয়েত যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান সাগর, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম, বরিশাল সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেক হাওলাদার, সদস্য সচিব মিরাজ হাওলাদার, ২৪ নং সাংগঠনিক সম্পাদক মাসুদ ইসলাম সবুজ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২৪ নং ওয়ার্ডের সদস্য সচিব রাব্বি হাওলাদার। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৭