উজিরপুরে চাঁদা দিতে অস্বীকার করায় প্রবাসীদের ওপর হামলা ও লুটপাট !
নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: বরিশালের উজিরপুর উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় প্রবাসীদের ওপর হামলা, ঘর ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার (২৫ মে) উজিরপুর থানাধীন কালিহাতা গ্রামে সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রবাসী রহিম তালুকদার তার স্ত্রী জেসমিন ও সন্তান প্রবাসী সুৃমন তালুকদার,বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষে ভুক্তভোগীরা এলাকায় গেলে জীবন নাশের হুমকি দিলে তারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
আহত প্রবাসী রহিম তালুকদার বলেন, দীর্ঘ ২০ বছর জীবনের সাথে যুদ্ধ করে দেশের জন্য রেমিট্যান্স পাঠিয়েছি। আর আজ এলাকার পাতি নেতা পরিচয় কিছু সন্ত্রাসীদের পাঁচ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় আমার পরিবারের ওপর হামলা,ঘর ভাংচুর ও ফার্মের মুরগী, ঘেরের মাছ, লুটপাট চালিয়ে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, মহিম মোল্লা বিভিন্ন সময় প্রবাসী সুমনকে বাসা থেকে ডেকে নিয়ে সিলেট শহরে আটকিয়ে এক লাখ টাকাসহ বিভিন্ন সময় বিপুল পরিমাণে চাঁদার টাকা আত্মসাৎ করেছেন।
এঘটনায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা দায়ের করেন।
হামলাকারীরা হলেন, একই এলাকার বাবুল মোল্লার ছেলে মহিম মোল্লা (৩৫)মো: সাইফুল মোল্লা (৪৫) চুন্নু মোল্লার ছেলে সুমন মোল্লা, মোতালেব হাওলাদারের ছেলে সুজন ও শাওন হাওলাদার, ইমাম (৪০)সহ অজ্ঞাত ২০/২৫ জন মিলে দেশীয় অস্ত্র,শস্ত্র দিয়ে অতর্কীত ভাবে কুপিয়ে জখম করেন।
এবিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম মুঠোফোনে তিনি বলেন, কালিহাতা গ্রামে কোনো অপ্রীতিকর ঘটনার বিষয় আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ইট্টু পরে জানাতে পারবো বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১২২