• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পর্যায় দ্বিতীয়বার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হুমায়ুন কবির

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ৩১, ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ণ
জাতীয় পর্যায় দ্বিতীয়বার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে হুমায়ুন কবির
সংবাদটি শেয়ার করুন....

আলোকিত সংবাদ ডেস্ক, বরিশাল ::: দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিশ্রমী, সুযোগ্য ও বিশ্বস্ত প্রতিনিধি মাওলানা মোঃ হুমায়ুন কবির (হাফিজাহুল্লাহ)।

এই কৃতিত্ব শুধু একজন ব্যক্তির নয়,এটি একজন জনদরদী,পরিশ্রমী ও নীতিবান নেতৃত্বের বহিঃপ্রকাশ। তাঁর দক্ষ প্রশাসন, স্বচ্ছতা, জনসেবা, ও ইসলামী আদর্শে পরিচালিত ইউনিয়ন পরিষদ পরিচালনার অসামান্য অবদানেরই স্বীকৃতি এই সম্মান।

বাকেরগঞ্জ উপজেলার ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদের বাসিন্দারা বলেন, আমরা গর্বিত, আনন্দিত ও কৃতজ্ঞ,
এমন একজন যোগ্য, আস্থাভাজন ও ন্যায়পরায়ণ নেতা পেয়েছি, যিনি বাস্তবে ইসলামী শাসনব্যবস্থার সৌন্দর্য তুলে ধরছেন জনসেবার মাধ্যমে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাঁকে জানাই হৃদয়ের গভীর থেকে অভিনন্দন, মোবারকবাদ ও দোয়া। আল্লাহ তাআলা তাঁকে আরও উচ্চতর সফলতা দান করুন, দ্বীন ও দেশের খেদমতে কবুল করুন এবং তাঁর নেতৃত্বে এলাকাবাসী বরকতপ্রাপ্ত হোক।

চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, সাধারণ মানুষের জন্য তাঁর মন কাঁদে। যে কারও বিপদেই ছুটে যান তিনি। সাধারণ মানুষের কাছে তিনি গরিবের চেয়ারম্যান হিসেবেই পরিচিত। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মানুষের জন্য নিবেদিত প্রাণ।

এছাড়া নিয়ামতি ইউনিয়ন প্রায় দুইশত রাস্তাঘাট নির্মাণ ও গ্রাম্য সালিশি ব্যবস্থায় বিবাদ নিষ্পত্তিতে কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। যেকোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানো এবং পরিষদের দক্ষতা ও কর্ম তৎপরতা মূল্যায়নে চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে গত(১৭ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ফাইভ স্টার হোটেল হলি ডে ইন- এ গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, অনুষ্ঠানের সভাপতি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্টা- অনুষ্ঠানে তাশিক আহমেদ প্রথমবার তাঁর হাতে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।