• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে পুলিশ কনস্টেবল পদে চাকুরীর সুযোগ পেল ৩২ জন

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মে ২৯, ২০২৫, ২১:৫২ অপরাহ্ণ
বরিশালে পুলিশ কনস্টেবল পদে চাকুরীর সুযোগ পেল ৩২ জন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সেবার ব্র‌তে চাক‌রি’ প্রতিপাদ্যে টিআরসি নিয়োগ, মৌখিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ-২০২৫পুলিশ কনস্টেবল পদে চাকুরীর সুযোগ পেল ৩২ জন।

আজ২৯ মে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে চূড়ান্ত কার্যক্রম মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

যারা প্রথম Physical Endurance Test (PET)- এর প্রথম ইভেন্ট ১৬০০ মিটার(পুরুষ) / ১০০০ মিটার(নারী) দৌড়, দ্বিতীয় ইভেন্ট ড্রাগিং, তৃতীয় ইভেন্ট রোপ ক্লাইম্বিং প্রক্রিয়া এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন । সেইসব প্রার্থীদের আজকে মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন নিয়োগ বোর্ডের সভাপতি মো: শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল । পুলিশ সুপার,শরিফ উদ্দীন সার্বিক তত্ত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।

উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন – মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী, মো: বাবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, লালমোহন সার্কেল, ভোলা, এবং বরিশাল জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

বোর্ডের সভাপতি মো: শরিফ উদ্দীন, পুলিশ সুপার, বরিশাল, পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে বলে, তিনি অভিমত ব্যক্ত করেন । তিনি আরও বলেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের ভবিষ্যতের জন্য তিনি শুভ কামনা করেন। উত্তীর্ণরা পরীক্ষার সকল পর্যায়ে স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন।