• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করলেন কোতোয়ালী থানার এসআই সাইফুল!

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ২০:০৮ অপরাহ্ণ
টাকার বিনিময় অভিযোগ নিষ্পত্তি করলেন কোতোয়ালী থানার এসআই সাইফুল!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময় নারী অভিযোগকারীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অভিযোগটি নিষ্পত্তি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত শুক্রবার (১৮ এপ্রিল) এসআই মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাসি আক্তার নামের ওই ভূক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়- গত ১৮ এপ্রিল ভূক্তভোগী হাসি আক্তার কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন বরিশালের আবাসিক হোটেল জাকিয়া থেকে তার ৬৯ হাজার ৫০০ টাকাসহ স্বর্নের কানের দুল ও স্বর্নের গলার চেইন চুরি হয়ে যায়।

এ বিষয়ে কোতয়ালী থানায় অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম অভিযোগকারীর সাথে কোন প্রকার যোগাযোগ না করে অভিযুক্তদের পক্ষ নিয়ে তাকে থানায় ডেকে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় হাসি আক্তারকে কোন কিছু না জানিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অভিযোগটি নিষ্পত্তি করে দেন। দুই দিন পরে ভূক্তভোগী অভিযোগের বিষয়ে জানতে থানায় আসলে এসআই সাইফুল জানান- অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে, আমি নাকি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। আর এই বিষয় নিয়ে আর কোন কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন- আপনারা সত্যতা যাচাই করে দেখেন। আর ভূক্তভোগী নারীর সাথে তেমন কিছুই হয়নি। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- যেহেতু অভিযোগ ভূক্তভোগী নারী করেছেন সেহেতু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’