“আলোকিত সংবাদ ডেস্ক” পুলিশ হবে জনতার জনতারি পুলিশ”এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন সিকদার নিরালস ভাবে রাত-দিন থানা এরিয়ায় সকল নাগরিকের জীবনমান রক্ষার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সাথে সাথে বাংলাদেশ পুলিশের মান সম্মান অক্ষুন্ন রাখার জন্য জীবন বাজি রেখে আপ্রাণ চেষ্টা করছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশে কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এ বিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার বলেছেন,আসন্ন ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এ মহড়া আয়োজন করা হয়েছে। আমি যতদিন এয়ারপোর্ট থানায় থাকবো ততদিন মাদক চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন রোধ করার জন্য আমার যা করণীয় তা করব। আমি সমাজকে একটা সুস্থ ধারার সমাজ উপহার দিতে চাই । সাথে সাথে আপনাদের মাধ্যমে এয়ারপোর্ট থানার জনগণকে জানিয়ে দিতে চাই,আপনাদের চারপাশে কোনরকম অন্যায় দেখলে তাৎক্ষণিক থানায় জানানোর অনুরোধ জানাই।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল তিনটায় পুলিশ মহড়ার আয়োজন করা হয়। এয়ারপোর্ট থানা থেকে নতুল্লাবাদ কড়াপুর ইউনিয়ন, মাধবপাশা টু রহমতপুর হয়ে পুনরায় থানায় ফিরে আসা হয়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি রোদের এবং জনগণের নিরাপত্তার লক্ষ্যে তাদের এই আয়োজনের মূল লক্ষ।
এবিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশে কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান, শহরে বসবাস কারী ও বাইরে থেকে যারা শহরে ঈদের মার্কেট করতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া দেওয়া হয়। যাতে করে শহরবাসী নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। এছাড়া অপরাধীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ।। তিনি আরো বলেন আমি বরিশালবাসীকে একটা মেসেজ দিতে চাই,সুস্থ ধারার সমাজ ব্যবস্থা নিমিত্বে আমার যা যা করার দরকার করবো। মিডিয়াকর্মীদের বলেন আপনারা যেখানে অন্যায় অনিয়ম রাহাজানি দুর্নীতি দেখবেন সাথে সাথে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৩১৭