প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আলোকিত সংবাদ ডেস্ক :: বরিশাল নদী বন্দর কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার মূল্যায়নে কার সাজির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন,বরিশাল নদী বন্দর বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, আমি বরিশাল নদী বন্দরের দায়িত্ব গ্রহণ থেকেই, সরকারি রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন ঘাট পয়েন্ট বিপুল পরিমাণ টাকায় টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়ে আসছি। কিন্তু একটি কুচক্র মহল ষড়যন্ত্র করছে।
প্রতিবাদ লিপিতে উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, রকেট ঘাট সংলগ্ন কাঁচা বাজার রোড চার্জ পয়েন্টের স্পট কোটেশনে পাঁচজন দরদাতার অংশগ্রহণ করার কথা কয়েকটি পত্রিকায় উল্লেখ করলেও প্রকৃতপক্ষে কাঁচা বাজার রোড চার্জ পয়েন্টের স্পট-কোটেশনের দরদাতারগন, টেন্ডার কমিটি ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগনের উপস্থিতিতে টেন্ডার বাক্স ওপেন করে দুটি দরপত্র পাওয়া যায়।
তারা হলেন মোঃ আবুল কালাম, পিতা মোহাম্মদ আলী আকবর খন্দকার, গ্রাম সড়ক পদ্মাবতী রোড, ডাকঘর বরিশাল ৮২০০ বরিশাল সদর, জেলা বরিশাল ৬২ হাজার টাকার দর দাখিল করেন। মোঃ ইমরান হোসেন মৃত বেলায়েত হোসেন, সি এন বি রোড, উপজেলা বরিশাল সদর, জেলা বরিশাল। ৬০ হাজার টাকার দর দাখিল করেন।
প্রকাশিত সংবাদ প্রতিবেদনে নাজমুল হক নিজেকে সর্বোচ্চ দরদাতা ৯০ হাজার টাকা দাবি করলেও তিনি ২৫/৯/২০২৪ তারিখে বরিশাল নদী বন্দরে অনুষ্ঠিত স্পট কোটেশনে রকেট ঘাট সংলগ্ন কাঁচা বাজার রোড চার্জ পয়েন্টের বিপরীতে টেন্ডার বাক্সে কোন দর পত্র দাখিল করেন নাই।
উপ পরিচালক আব্দুর রাজ্জাক বলেন পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনে নাজমুল হকের দাবি ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। যা ব্যক্তি ইমেজ ও বরিশাল নদী বন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এ বিষয়ে বরিশাল নদী বন্দরের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোহাম্মদ আবদুর রাজ্জাক
উপ-পরিচালক
বন্দর ও পরিবহন বিভাগ বরিশাল নদীবন্দর,
বিআইডব্লিউটিএ বরিশাল।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১০৬