মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ কালাবদর নদীতে জালপাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
আহতরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ এলাকার বাসিন্দা শামিম গাজী (২৫), সেলিম দেওয়ান (৪০) রিপন বেপারি (৩৩)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
আহতরা জানান, গত শনিবার (২১সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার সময় কালা বদর নদীতে পাশাপাশি জাল পাতাকে কেন্দ্র করে কথার কাটাকাটি হয়। এসময় পাশ্ববর্তী চরগোপালপুর ইউনিয়নের জেলে কামরুল, মাহাফুজ, খোকন, মোহাম্মদ, আজিজুলসহ ১০-১৫ জন ক্ষিপ্ত ও দলবদ্ধ হয়ে বেপরোয়াভাবে লাঠিসোটা, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মারধর করে।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। তবে তাদের দাবি, প্রতিপক্ষ প্রভাবশালী’র জেলে হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি আসে।
তবে বিষয়টি স্থানীয় গ্রাম্য মাতুব্বরদের মাধ্যমে সমাধানের আশ্বাসে কালক্ষেপণ হয়েছে।
সকল হুমকি ধামকি ও পরিবার পরিজনের চিন্তা করে জীবনের ঝুকি নিয়ে মঙ্গলবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান কালাবদর নদীতে জালপাতাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেন তিনি।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৭৭