মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে পূর্বকান্দি পুর্বপাড় এলাকায় পুর্বশত্রুতার জেরে শিশু শ্রেণীর এক ছাত্রকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত শিশু সোহান (৭) তেমহুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই গ্রামের মিন্টু ঢালীর ছেলে।
আহতকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরে ভর্তি করানো হয়।
গত সোমবার(২৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে।
আহতের পিতা মিন্টু ঢালী বলেন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার প্রতিবেশী জান্নাত নামে এক নারীর সাথে বিরোধ চলমান রয়েছে।
সেই বিরোধের জেরে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আমার স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয় অভিযুক্ত জান্নাত বেগম এর সাথে। এক পর্যায় জান্নাত বেগম ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা আমার ছেলের মাথায় গিয়ে পড়ে। সাথে সাথে ছেলের মাথা ফেটে গিয়ে রক্ষাক্ত জখম হয়। আমি ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।
অভিযুক্ত জান্নাত বেগম বলেন, আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, আমি ঢাকায় অবস্থান করছি, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।
আহত শিশুর পরিবার জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকতে পারে, তার জন্য শিশু সোহান ও তার মাকে মারধর করে আইন নিজের হাতে তুলে নিবে? শিশু সোহান সুস্থ হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।
এঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা’র মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯২