• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘পরিবারকে কাছে পেয়ে অনেকটা ভালো আছেন খালেদা জিয়া’ মির্জা আব্বাস

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ১৩:১৮ অপরাহ্ণ
‘পরিবারকে কাছে পেয়ে অনেকটা ভালো আছেন খালেদা জিয়া’ মির্জা আব্বাস
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ সাড়ে ৭ বছর পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। গত বুধবার থেকে তিনি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন এবং সেখানে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি চিকিৎসাও চলছে।

বেগম খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে দেখে এসে বাংলাদেশ সময় শনিবার রাত ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস জানান, বেগম খালেদা জিয়া এখন মানসিকভাবেও যথেষ্ট চাঙা রয়েছেন। পরিবারকে কাছে পেয়ে তিনি অনেকটা ভালো আছেন। ছেলে, ছেলের বউ ও নাতনিদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন তিনি।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘তিনি এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছেন, এমন চিকিৎসা আগে হলে অনেক ভালো হতো।’

বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার দুইদিন পর মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সেখানে পৌঁছান।