নিজস্ব প্রতিবেদক //// বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার সামনে রেনু পোনার গাড়ী আটকিয়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে মোটা অংকের টাকা চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক ৪ টার সময় ঘটনাটি ঘটে।
নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা হাসান ও রাজু দুই যুবক বলেন, আমরা বাস স্টাফ সারারাত রুপাতলী স্ট্যানে থাকি। রবিবার দিবাগত রাতে পাঁচ ছয়টি মোটরসাইকেল নিয়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে ভাঁটা মাছের-রেনু পোনা’র গাড়ি আটকায়। এসময় আমরা উপস্থিত হইলে আমাদের দেখে ভাঁটা মাছের গাড়ি নিয়ে কালী জিরা ব্রিজের দিকে যেতে থাকে। আমরাও বিষয়টি ঘোলাটে বুঝে তাদের পিছনে নেই। কিন্তু তাদের পিছে নেওয়ায় আমাদের দেখে দূর্গা বাড়ীর পোল নামক স্থানে অন্ধকারে গাড়ীটি থামিয়ে দেয়।
পরবর্তীতে আমরাও অনেক বন্ধুদের ফোন দিলে তারা-ও আসে, এসময় গাড়ীটা ঘুরিয়ে নিয়ে যেতে থাকে। আমরা পিছনে পিছনে গিয়ে দেখি কোতয়ালী মডেল থানার সামনে গাড়ীটা রাখা হয়েছে।
আমরা গাড়ীর ড্রাইভারের সাথে কথা বলে জানলাম যে রেনু পোনা’র গাড়ীটি মৎস্য কর্মকর্তা না থাকায় কোতয়ালী থানার পুলিশ আটক করে রাখবে না। কিন্তু প্রেসক্লাবের সাংবাদিক পরিচয় ব্যক্তীরা ওসিকে যেভাবে কথা বলছে সেই ভয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের ম্যানেজ করে গাড়িটা নিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, রাস্তায় গাড়ীতে অবৈধ পন্থায় মালামাল গেলে পুলিশ আটক বা জব্দ করতে পারে কিন্তু একজন সাংবাদিক পরিচয় দিয়ে মাছের গাড়ি আটকানো এটা কতটুকু যৌক্তিক?।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল সদর উপজেলা ৯ নং টুঙ্গীবাড়ীয়া ইউনিয়ন লাহারহাট ফেরিঘাট নামক স্থান থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ১৪ ব্রেল মিনি ট্র্যাক ভর্তি রেনু পোনা যাচ্ছিলো।
এবিষয় বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর মুঠোফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
বরিশাল জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষের মুঠোফোনে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গভীর রাতে সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে বলেন, কোতয়ালী মডেল থানার সামনে একটা ভাঁটা রেনু পোনার ট্র্যাক নিয়ে আসছে। আপনারা এটা রাখেন। কিন্তু কোতয়ালী থানার (ওসি) মিজানুর রহমান মৎস্য কর্মকর্তা উপস্থিত না থাকায়,ট্র্যাকটি রাখতে অস্বীকার প্রকাশ করেন। কিন্তু গাড়ীতে আটকিয়ে জোরপূর্বক চাঁদাবাজির বিষয়টি তার জানা নেই। যদি এধরণের কোনো ঘটনা ঘটে তাতে যেই হোক না কেনো তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ছবি কোতয়ালী থানার সামনে থেকে তোলা
বিস্তারিত আরও আসছে,,,,
সংবাদটি পঠিত হয়েছেঃ ৪৭০