নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশের ছয়টি স্থানে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ঢাকা ছাড়া এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুর।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই সময় ঢাকার সদরঘাটে নৌবাহিনীর জাহাজ বানৌজা চিত্রা, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা শহীদ আখতার উদ্দিন, মোংলা দিগরাজ নেভাল বার্থ বানৌজা কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটিতে বানৌজা বরকত ও চাঁদপুর বিআইডবিউটিএ’র বানৌজা শহীদ দৌলত উন্মুক্ত করা হবে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৫