নিজস্ব প্রতিবেদক,বরিশাল::: বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তানভীর হোসেন খানের নেতৃত্বে বিশ পিস ইয়াবা ও গাঁজাসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে।
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানিক টিমের সাহসীকতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
আজ (৮ জুলাই) মঙ্গলবার দুপুর ৩:টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরের ১০ নং ওয়ার্ড কোস্টাল বরফকল এলাকার বাসিন্দা জব্বারের মেয়ে মাহফুজা বেগম (৩৭) স্বামী মোঃ জাকির হাওলাদার। ও একই এলাকার বাসিন্দা রনি (২২) পিতা জনি, মাতা লাবনী আক্তার।

বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ- পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, নগরের ১০ নং ওয়ার্ড কোস্টাল বরফকল এলাকার নিয়মিত মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাহফুজা বেগম নামে এক নারী মাদক ব্যবসয়ী বিপুল পরিমাণ ইয়াবা সাপ্লাই দেওয়ার জন্য তার বাসায় রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে জাকির হাওলাদারের বাসায় অভিযান চালিয়ে ২০ বিশ পিস ইয়াবাসহ মাহফুজা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১১৪