নিজস্ব প্রতিবেদক,বরিশাল:: বরিশাল নগরের ১০ নং ওয়ার্ড রাজ্জাক স্মৃতি কেডিসি কলোনি এলাকাকে মাদকের ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
‘এই’ এলাকার মাদক কারবারিদের উচ্ছেদ করে, এলাকার অসহায় খেটে খাওয়া মানুষদের মাদক থেকে মুক্ত করতে স্থানীয়রা বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সাথে উঠান বৈঠক করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কলোনীর স্কুল মাঠ প্রাঙ্গণে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী উঠান বৈঠকে এ মন্তব্য করেন বক্তারা।
বৈঠকে প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, ‘আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। কিন্তু আমার দূর্ভাগ্য এই এলাকার (কেডিসি) প্রতিটি স্থানেই মাদকের অভায়রণ্য’।
তিনি বলেন, ‘ঘরে ঘরে যদি না প্রতিরোধ গড়ে তোলা না হয় তাহলে মাদক নির্মূল করা সম্ভব নয়’।
বৈঠকে স্থাণীয় বাসিন্দা রেশমা বেগম বলেন, কেডিসি কলোনী এখন বরিশালের মাদকের ‘হটস্পট’। ‘মাদক ব্যবসায়ীরা এলাকা ধ্বংস করে ফেলছে, আগামী প্রজন্মও মাদকের দিকে ধাবিত হচ্ছে’। ‘কলোনির কোন ছেলে-মেয়ের বিয়ে দিতে হলে এলাকার অন্যত্র যেতে হয়’।
তিনি বলেন, ‘কিছুদিন পূর্বে কলোনির এক ছেলের বিয়ের জন্য মেয়ে পক্ষ এসেছিলো, তাদের মাদক ব্যবসায়ীরা বলছে- কয়টা লাগবে আপনাদের (ইয়াবা)। এরপর তাদের কলোনি ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে ছেলের বিয়ে দিয়েছে’। তিনি আরো বলেন, ‘আজ আমি মাদকের বিরুদ্ধে কথা বলছি, জানি না পরের মুহুর্তগুলো আমার জন্য কি রকম হবে’।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালীদের ম্যানেজ করেই মাদকদ্রব্য বিক্রি করা হয়। তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। যদি কেউ প্রতিবাদ করে, তাদের পরিবারের লোকজনকে মাদকদ্রব্য গাঁজা বা ইয়াবা দিয়ে কিছু অসৎ পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়। কিছুদিন আগে ৮/৯ বছর বয়সী এক শিশুকে দিয়ে গাঁজা বিক্রি করতে চেয়েছে। গাঁজা বিক্রি করতে অস্বীকার করায় শিশুটাকে বেধড়ক মারধর করে মাদক ব্যবসায়ীরা। তাদের ভয় থানায় অভিযোগ করতে পারেনি ভুক্তভোগী পরিবার।
এসময় স্থানীয়দের মধ্যে নিজাম বেপারী, মনোয়ারা বেগম, কবির মাওলানা, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসন, জাহাঙ্গীর মিয়া তাদের বক্তব্য বলেন- ‘মাদক ব্যবসায়ীরা সংখ্যায় ৫০ জন, আমরা সংখ্যায় ৫’শ জন। আমরা প্রতিরোধ না গড়ে তুললে সামনে মাদকের আরো ভয়াবহ বিস্তার হবে’।
বৈঠকে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ পরিচালক মোঃ তানভীর হোসেন খান, সহকারী প্রসিকিউটর আশিক ইকবাল রাব্বিসহ স্থানীয়রা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ১৫০