অনলাইন ডেস্ক ::: সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন ৫৫৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৪৭ জনকে।
বৃহস্পতিবার (১৯ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
অভিযানকালে দেশীয় তৈরি শ্যুটার দুটি গান, একটি বিদেশি পিস্তল, দুটি কার্তুজ ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮১