নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি গাজী আক্তারুজ্জামান হিরু। রবিবার দিবাগত গভীর রাতে নগরীর ফকির বাড়ি রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮২