• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সোনা প্রতারক শাহিনের হামলায় যুবদল নেতা নিহত, এলাকা জুড়ে আতংক

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ২৩:৩৩ অপরাহ্ণ
বরিশালে সোনা প্রতারক শাহিনের হামলায় যুবদল নেতা নিহত, এলাকা জুড়ে আতংক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :::বরিশাল নগরীর কাউনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার সাথে থাকা নয়ন হাওলাদার নামে আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

পরে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্তদের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে।

স্থানীয় কামাল সিকদার বলেন, কাউনিয়া এলাকায় রাজনৈতিক নেতাদের শেল্টারে শাহিনসহ বড় ধরনের একটা সোনা প্রতারক সিন্ডিকেট চালিয়ে আসছেন। এদের টার্গেট দূরপাল্লা থেকে আসা বয়সকো বৃদ্ধ লোককে টার্গেট করে তাদের সাথে থাকা টাকা পয়সা সোনা হাতিয়ে নেওয়া হয়। শুধু শাহিনী নয় কিছুদিন আগে এই স্বর্ণ প্রতারকের বিরুদ্ধে কাউনিয়া থানা একটি মামলাও করা হয়েছে। এছাড়াও ডিবি পুলিশের ইন্সপেক্টর সগীর হোসেনসহ কাউনিয়া থানা, এয়ারপোর্ট থানা, কোতয়ালী মডেল থানাসহ বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে। পবিত্র রমজান মাসে এই সোনা প্রতারক সিন্ডিকেট ঝালকাঠি জেলার লঞ্চঘাট, অটো স্টান, বাস স্টান, খেয়াঘাট এলাকায় ও বরিশালের নথুল্লাবাদ, রুপাতলী, লঞ্চঘাট, এলাকায় রিক্সার ড্রাইভার সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বর্তমান পরিস্থিতিতে এদের জন্য পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

রোববার (২ মার্চ) সন্ধ্যার পর নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বসে সুরুজ গাজী ও শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিনের মধ্যে জালিয়াতি করে জমি বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এ সময় শাহিনের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রাম দা নিয়ে সুরুজের উপর আক্রমন করে

বিষয়টি দেখে সুরুজের সাথে থাকা নয়ন এগিয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় ।

পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সুরুজের মৃত্যু হয়। এবং নয়নকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এদিকে স্থানীয় জনতা ক্ষুব্দ হয়ে অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জালিয়ে দিয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুন নেভানোর চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত আছে।