• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ফুটপাত থেকে চাঁদাবাজ রুখতে, বিভাগীয় কমিশনার কঠোর হুশিয়ারী

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১৮:১৩ অপরাহ্ণ
বরিশালে ফুটপাত থেকে চাঁদাবাজ রুখতে, বিভাগীয় কমিশনার কঠোর হুশিয়ারী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সিটি করপোরেশন আওতাধীন এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজ রুখতে বিভাগীয় কমিশনারের কঠোর হুশিয়ারী।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় বিসিসি’র কনফারেন্স রুমে বেলর্স পার্ক ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের দাবি বেলর্স পার্ক মাঠ এখনো আ’ লীগের দোসরদের দখলেই রয়েছে। বিগত দিনে যেভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের ওপর অত্যার করে দোকান বসিয়েছে। সেই দোকান থেকে বাবা না এসে ছেলে চাঁদা আদায় করছে। তিনি আরও বলেন, বেলর্সপার্ক মাঠে একটি পরিবারের দুই থেকে চারটি দোকান রয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওসার বলেন, নগরীর বিবিরপুকুরপাড়, কালেক্টের পাড়, লঞ্চঘাট, বেলর্স পার্ক, ত্রিশ গোডাউন, হাতেম আলী কলেজ চৌমাথা, রুপাতলী, নথুল্লাবাদসহ বিভিন্ন পর্যটক ও রাস্তার পাশের ফুটপাত থেকে একটি মহল চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

এসব চাঁদাবাজদের রুখতে ও জনসাধারণের চলাচল বিগ্ন না ঘটে এর জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন,বিসিসি’র জমিতে দোকান বসিয়ে কেনো ব্যক্তী ভাড়া আদায় করতে পারবে না। যদি কেউ ফুটপাতে দোকান বসিয়ে ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে কঠোর বিচারের আওতায় আনা হবে।

এছাড়াও তিনি আরও বলেন, যদি কোনো ব্যক্তী ফুটপাতে বসে অন্য কাউকে ভাড়া দিয়ে থাকে তা বিসিসিকে দিবে কিন্তু কোনো চাঁদাবাজ বা রাজনৈতিক মহলকে নয়। আদায়কৃত সেই অর্থ টাকা দিয়ে ফুটপাত পরিস্কার পরিছন্নতা ও নগরীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজে খরচ করা হবে। এবং বিভিন্ন পর্যটক এরিয়ায় পাবলিক টয়লেট ও পানি’র ব্যবস্থা করা হবে। যতদিন এই অসহায় মানুষের কর্মস্থান না পাওয়া পর্যন্ত তারা শৃঙ্খলা ভাবে দোকান পরিচালনা করবে।

এধরণের উদ্যোগ নেওয়ায় বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওসারকে ধন্যবাদ জানান ফুটপাত ব্যবসায়ীরা।