পটুয়াখালী প্রতিনিধি ::: সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পটুয়াখালীতে প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যতম অংশগ্রহণকারী শিক্ষার্থী রুশদা ইসলাম রিপা, আতিকুর রহমান আসিফ, সান মাহমুদ সাকের প্রমুখ।

বক্তারা বলেন, ৪৮ ঘণ্টায় দেশে ৭২ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এরমধ্যে পটুয়াখালীর বাউফল উপজেলায় একজন দশম শ্রেণীর শিক্ষার্থীও ধর্ষিত হয়েছে।
এই ধর্ষণ রোধ করার জন্য আজকে এই মশাল মিছিল করেছি যতদিন পর্যন্ত ধর্ষকদের সাজা ফাঁসি ও মৃত্যুদণ্ড না করা হবে ততদিন পর্যন্ত আন্দোলন থামাবে না। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণে অপারগ হয় তবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে ধর্ষকদের উপযুক্ত শাস্তি প্রদানের হুশিয়ারি দেন তারা।
সংবাদটি পঠিত হয়েছেঃ ৮৭