• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দেয়ালে ‌‌‘জয়বাংলা’ লেখার সময় ইয়াবাসহ আটক ১

"আলোকিত সংবাদ ডেস্ক"
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৮:৩৯ অপরাহ্ণ
বরিশালে দেয়ালে ‌‌‘জয়বাংলা’ লেখার সময় ইয়াবাসহ আটক ১
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে জয়বাংলা লেখার সময় মোঃ মনির হাওলাদার নামে এক ব্যাক্তিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। সেসময় তার পকেটে তল্লাশি চালিয়ে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত মনির হাওলাদার নগরীর ২নং ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন আমিন বাড়ির আঃ রশিদ হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে নগরীর ১৯ নং ওয়ার্ডস্থ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর ১৯ নং ওয়ার্ড জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে মনির হাওলাদার নামে এক ব্যক্তিকে দেয়ালে জয়বাংলা লেখতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মনির হাওলাদারকে আটক করে। পরে তার কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।