নিজস্ব প্রতিবেদক::: দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের পক্ষে কমিশনের সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া গত ২৩ জানুয়ারি গ্রেপ্তার দেখানোর এই আবেদন করেন। আজ বুধবার আদালতে আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
গত ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের
সংবাদটি পঠিত হয়েছেঃ ৯৩